মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


সংঘাতের মধ্যেই আকাশসীমা খুলে দিল জর্ডান


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১৬:২৪

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২৩:০৪

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও দখলদার ইসরাইলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে সাময়িক বন্ধ রাখার পর শনিবার নিজেদের আকাশসীমা আবারও খুলে দিয়েছে জর্ডান।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (CARC) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

এর আগে, শুক্রবার আঞ্চলিক সংঘাত বৃদ্ধির আশঙ্কায় জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। এই পদক্ষেপের ফলে ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়া অনেক বিমানের রুট পরিবর্তন করতে হয়েছিল এবং কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছিল।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেন, দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না। জর্ডান কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না।

এর আগে শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top