সোমবার, ১৯শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি মিলল


প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১৪:০৪

আপডেট:
১৯ মে ২০২৫ ১৬:০২

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর (আইডিএফ) সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় খাদ্য সংকট রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দেবে।

তবে ইসরায়েল হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না। এ জন্য পদক্ষেপ নেবে, যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়।

গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, নেতানিয়াহু মন্ত্রিসভাকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন।

তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি, যেমনটি সাধারণত করে থাকেন। এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এটিই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মার্চের ২ তারিখ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top