পাকিস্তানকে আইএমএফের ঋণ, আপত্তি কাশ্মীর মুখ্যমন্ত্রীর
প্রকাশিত:
১০ মে ২০২৫ ১৪:০৫
আপডেট:
১০ মে ২০২৫ ১৯:৩৬

ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসে এই ঋণ মঞ্জুর করে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে আইএমএফ পাকিস্তানকে শত কোটি ডলার ঋণ ছাড় দেওয়ায় এর তীব্র বিরোধিতা করেছেন ওমর আবদুল্লাহ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ক্ষোভ ঝাড়েন তিনি।
এক্স অ্যাকাউন্টে কাশ্মীরের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না যে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে বিশ্বাস করে যে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমে যাবে।’
তিনি আরও লিখেছেন, ‘আইএমএফ পাকিস্তানে অস্ত্র ও গোলাবারুদের অর্থায়ন করছে। এসব অস্ত্র তারা ভারতের পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গায় হামলা চালাতে ব্যবহার করছে।’
অবশ্য পাকিস্তানকে ঋণ না দেওয়ার তীব্র বিরোধিতা করেছিল ভারত। পাকিস্তানকে ঋণ দেওয়ার ভোটে ভারত অংশগ্রহণই করেনি।
পাকিস্তানের দুর্বল ট্র্যাক রেকর্ডের কথা উল্লেখ করে ভারত আশঙ্কা প্রকাশ করেছে যে পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তঃসীমান্ত সংঘাতের জন্য আইএমএফ তহবিলের অর্থ অপব্যবহার করতে পারে। অবশ্য ভারতের এসব অভিযোগ শেষ পর্যন্ত ধোপে টেকেনি। তীব্র বিরোধিতার পরও নতুন করে পাকিস্তানকে ঋণ দেয় আইএমএফ।
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: