মুক্ত গণমাধ্যম দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন
প্রকাশিত:
৪ মে ২০২৫ ১৬:৩৭
আপডেট:
৫ মে ২০২৫ ০১:১৩

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু টানা ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। দীর্ঘ এই সংবাদ সম্মেলনে তিনি নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
রবিবার (৪ মে) মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এর মাধ্যমে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু এ সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেওয়া ছাড়া ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে তা চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত গড়ায়। একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড। প্রেসিডেন্ট মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল যে, জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছেন।
সংবাদমাধ্যম এএফপি জানায়, মুইজ্জুর এই সংবাদ সম্মেলনটি এমন একদিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন। প্রায় দুই ডজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। তাদের খাবার পরিবেশন করা হয়।
প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মুইজ্জু সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেছেন এবং বাস্তব, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তৈরি এ বছরের বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে দুই ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে রয়েছে মালদ্বীপ।
এর আগে, ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে পানির নিচে বৈঠক করেন, যা জাতীয়ভাবে সম্প্রচারিত হয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: