রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২

মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়: চঞ্চল চৌধুরী


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ১৫:১৩

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ২১:৪৫

ফাইল ছবি

সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া নারীর ওপর পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরাল বিষয়ে সারাদেশ উত্তাল হয়েছে।

ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ শুরু হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন অনেকেই।

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে সামিল হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও।

তিনিও অনেকের মতো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন। তার মতে, ধর্ষকের লিঙ্গ কেটে দেয়াটাই হবে এর সর্বোচ্চ শাস্তি।

নিজের ফেসবুক পেজে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিষয়ে এমনটাই দাবি করলেন চঞ্চল চৌধুরী।

তিনি লেখেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে তাহলেই এই বর্বরতা থেমে যাবে। এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top