বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


অভিনেত্রীর স্পর্শকাতর জায়গায় ঘুষি মারত প্রযোজক


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪২

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৯:৫৪

 ফাইল ছবি

সম্পর্কে থাকাকালীন ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি। সম্প্রতি প্রাক্তন প্রেমিক প্রযোজকের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। সেখানেই ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অভিনেত্রীর অভিযোগ, তাকে মারধর করা হতো। তার গোপনাঙ্গে ও মুখে ঘুষি মারা হতো।

অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক গৌরাঙ্গ দোশী টানা ১৪ মাস তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছিল। সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি তার ব্যক্তিগত জীবনের এই কালো, ভয়ঙ্কর অধ্যায় সবার সামনে আনলেন। নিজের ব্যক্তিগত জীবনের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ফ্লোরা।

মাত্র ২০ বছর বয়সে সম্পর্কে জড়ান তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমি প্রেমে পড়েছিলাম। এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু দ্রুত সব পাল্টে গেল। ও ভীষণ অত্যাচারী ছিল। আমার মুখে, গোপনাঙ্গে ঘুষি মারত। আমার ফোন কেড়ে নিত, বাধ্য করত কাজ ছেড়ে দিতে। একদিন আমার পেটে সজোরে ঘুষি মারে। ব্যস, সেদিন আমি পালিয়ে আসি।’

এমনই ভয়ঙ্কর এবং ভয়াবহ অভিযোগ করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন কথাই জানান তিনি। আর তাতেই রীতিমত হইচই পড়ে যায়। ফ্লোরা জানান তিনি তার বাবা মায়ের কাছে ফিরে যান। অনেক সময় লেগেছিল তার এই ট্রমা থেকে বেরিয়ে আসতে।

অভিনেত্রীর কথায়, ‘ধীরে ধীরে আমি আবার জীবনের ছন্দে ফিরে আসতে থাকি। আমি যেটা সব থেকে ভালোবাসি সেই অভিনয়ের কাছে ফিরে আসি। আজ আমি খুশি। আমি নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছি।’

প্রসঙ্গত, তেলেগু সিনেমা ‘প্রেম কসম’ দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন ফ্লোরা। ইতোমধ্যে ৫০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ’৩৬ ফার্মহাউস’ ছবিতে। হিন্দির পাশাপাশি কন্নড়, তামিল ও তেলেগু ভাষার ছবিতেও নিয়মিত এই অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top