মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা রণবীর-কৃতি


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২২ ০৪:২১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৬:৩৭

 ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া সম্মান ও গৌরবের। রোববার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসর। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এই অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন।

এই আসরে ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং আর ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন।

২০২২ এর ফিল্মফেয়ারে ‘শেরশাহ’ আর ‘সর্দার উধম’র জয়জয়কার দেখা গেছে। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে শেরশাহ’। সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছে সিনেমাটি।

অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, দিয়া মির্জা প্রমুখ। এবারের আসর সঞ্চালনা করে মাতিয়েছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।ফিল্মফেয়ার ২০২২ পেলেন যারা:

সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)

সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধম)

সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)

সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন (শেরশাহ)

সেরা ছবি (পপুলার): শেরশাহ

সেরা ছবি (ক্রিটিক): সর্দার উধম

সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা সহ-অভিনেত্রী: সাই তমহাঙ্গার (মিমি)

সেরা গল্প: অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)

সেরা ডায়লগ: দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)

সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)

সেরা নবাগত অভিনেতা: ইহান ভাট (৯৯ সংস)

সেরা নবাগতা অভিনেত্রী: শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)

সেরা মিউজিক অ্যালবাম: তানিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)

সেরা লিরিক্স: কৌসর মুনির-লেহেরা দো (৮৩)

সেরা গায়ক: বি প্রাক- মন ভরেয়ৎ (শেরশাহ)

সেরা গায়িকা: আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)

সেরা অ্যাকশন: শেরশাহ

সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক: শান্তনু মৈত্র (সর্দার উধম)

সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)

সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)

সেরা কস্টিউম: সর্দার উধম

সেরা এডিটিং: শেরশাহ

জীবনোত্তর সম্মান: সুভাষ ঘাই



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top