মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিশ্বের ৪ শীর্ষ স্টেডিয়ামে নামছেন আনুশকা


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২২ ২০:৪২

আপডেট:
৬ মে ২০২৫ ২১:২৭

 ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মা হওয়ার পর প্রথম ছবি বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামী হয়ে কাজে ফিরছেন। বিশ্বের চার শীর্ষ ক্রিকেট স্টেডিয়ামে হবে এর শুটিং।

ভারতের নদিয়ার চাকদহে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন। অভাব, ক্রীড়াজগতে নানা বাধার সঙ্গে সঙ্গে লড়াই করে ভারতীয় নারী ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের জয়যাত্রা রীতিমতো অনুপ্রেরণা জোগায়। সেই ভূমিকায় অভিনয় আনুশকার কাছেও বড় চ্যালেঞ্জ। তাই মাঠে নেমে, ঘাম ঝরিয়ে, বল হাতে নিজেকে ঝুলনের চরিত্রের মানানসই করে তুলতে চাইছেন এর নায়িকা।

জানা গেছে, ব্রিটেনের লর্ডস স্টেডিয়াম থেকে সফর শুরু। তার পর সম্ভবত যুক্তরাজ্যেরই হেডিংলি স্টেডিয়াম হয়ে আনুশকা যাবেন ইয়র্কশায়ারের এক স্টেডিয়ামে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য ব্যবসায়িক চুক্তি করেছে আনুশকার ভাই কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। ভারতের এক গুরুত্বপূর্ণ স্টেডিয়ামেও খেলতে দেখা যাবে ঝুলনরূপী আনুশকাকে।

কর্ণেশ ফিল্মসের প্রযোজনায় ২০১৮ সালে আনুশকার ‘পরি’ ছবিটি সাফল্য পেয়েছিল। প্রশংসা কুড়িয়েছিল তার অভিনয়। কর্ণেশ জানান, দর্শক মহলে আনুশকার জনপ্রিয়তা বরাবরই বেশি। তাই নিজেদের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ও দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই তার আশা। ঝুলন গোস্বামীর মতো বড় মাপের ক্রীড়াবিদের জীবন ঘিরে আগ্রহ তো আছেই!

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top