এক বিড়ালই বিয়ের পিঁড়িতে বসিয়েছেন স্বরা-ফাহাদকে
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮
আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১

রাজনীতির ময়দান থেকে প্রেম শুরু, আলাদা ধর্ম হওয়া সত্ত্বেও অল্প সময়ে বিয়ে হয়েছিল ভারতীয় তারকা দম্পতি স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের।
তবে তাদের বিয়ে নিয়ে বেরিয়ে এলো নতুন এক তথ্য, রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি তাদের প্রেমের মাঝে আছে একটি বিড়ালের বড় ভূমিকা।
মাত্র কয়েকদিন প্রেম করেই বিয়ে করেছিলেন এ দম্পতি। ভিন্নধর্মে বিয়ে হওয়ায় বহু কটাক্ষের মুখেও পড়েছেন স্বরা। এ নিয়ে চিন্তায় পড়েছিলেন স্বরা ও ফাহাদের পরিবার। কিন্তু এসব কোনোকিছু নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী।
স্বরা ও ফাহাদের প্রেমের সময় সাহায্য করেছিল একটি বিড়াল। সেই বিড়ালের নাম গালিব। বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী।
গালিবের কাহিনি তুলে স্বরা বলেন, গালিব নামে উদ্ধার করা একটি বিড়ালছানা ছিল। ওই আমাদের প্রেমে কিউপিড এর কাজ করেছিল। গালিবকে রাস্তা থেকে উদ্ধার করেছিল ফাহাদ। তারপর আমি ওকে থাকার জায়গা করে দেই। অবশেষে বিড়ালটিকে আমিই দত্তক নিয়েছিলাম। ওকে ঘিরেই আমার আর ফাহাদের আলোচনা হতো। তবে রাজনীতির বাইরে ফাহাদ কেমন, তা বিড়ালটির জন্যই বুঝতে পেরেছিলাম।
এরপর দুইজনের পক্ষ থেকেই পরস্পরের প্রতি সমান আগ্রহ তৈরি হয়েছিল। তবে প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ফাহাদ। স্বরাকে নাকি ফুল, চকোলেটের মতো উপহারে ভরিয়ে রাখতেন তিনি। দুইমাস সম্পর্কে থাকার আগে তিন বছর বন্ধু ছিলেন এই যুগল। এরপরই ঘটে তাদের বিয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: