সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


‘হৃতিকের প্রেমিকা’ বলে কটাক্ষের জবাবে যা বললেন সাবা


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১

ছবি ‍: সংগৃহীত

গত কয়েক বছর ধরে গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশান। তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় আসেন তিনি। যদিও তিনি সফদর হাশমীর ভাইঝি। মঞ্চে অভিনয় করেছেন ছোটবেলায়।

তবু হৃতিকের প্রেমিকা হওয়ার মাসুল গুনেছেন। ছোটখাটো কাজ হারিয়েছেন সাবা। অনেকেই বলেছেন, ‘হৃতিকের প্রেমিকার কাজ করার কী দরকার?’ সমস্ত সমালোচনার এবার জবাব দিলেন সাবা।

সম্প্রতি এক সাক্ষাৎকারেও সাবা বলেন, ‘গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনও খ্যাতনামী মানুষের অথবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা।’

হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই, প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেন সাবা। একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন তিনি। এছাড়া, সংগীতশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তার। কিছু ছবিতেও অভিনয় করেছেন।

যদিও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতেই কমেছে কাজ। এর কারণ হিসাবে, সাবা দায়ী করেছেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের প্রয়োজন নেই! এই কথা শুনেই গর্জে উঠেছেন সাবা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top