সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


বিমানবন্দরে আটক জনপ্রিয় অভিনেত্রী, মোটা অংকের জরিমানায় মুক্তি


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ছবি ‍: সংগৃহীত

ব্যাগে করে জুঁই ফুল বহন করায় আটকে দেওয়া হয় জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে। পরে মোটা অংকের অর্থ জরিমানা দিয়ে মুক্তি পেতে হয়েছে এ তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অস্ট্রেলিয়া সফরে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপমে যোগ দিতে গিয়েছিলেন নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকানো হয়। অভিযোগ, তিনি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইফুলের ‘গজরা’ বহন করছিলেন। এর জন্য তাকে এক লাখ টাকারও বেশি জরিমানা করা হয়।

এক জনসমাবেশে নব্যা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার আগে বাবা আমাকে জুঁইফুল কিনে দেন। তিনি সেটিকে দুই ভাগে ভাগ করে দেন। একটি আমি কোচি থেকে সিঙ্গাপুরের পথে চুলে পরি, কারণ পৌঁছানোর সময়ের মধ্যে সেটি শুকিয়ে যেত। আরেকটি অংশ তিনি আমাকে ব্যাগে রাখতে বলেন, যাতে সিঙ্গাপুর থেকে পরবর্তী যাত্রায় সেটা ব্যবহার করতে পারি। আমি সেটি হাতে বহনযোগ্য ব্যাগে রেখেছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানতাম না এটা আইনবিরোধী। এটা অনিচ্ছাকৃত ভুল হলেও ভুল তো ভুলই। এজন্য কর্তৃপক্ষ আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১৪ লাখ রুপি) জরিমানা দিতে বলে। তারা জানায়, ২৮ দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে।’

মালয়ালম ইন্ডাস্ট্রিতে নভ্যার যাত্রা শুরু ২০০১ সালে। ‘ইস্টম’ সিনেমা দিয়ে পথচলা শুরু তার। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’ প্রভৃতি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top