শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


মারা গেছেন অমিতাভ-অক্ষয়দের সহ অভিনেতা


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৮

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০

ছবি ‍সংগৃহিত

মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ বরাং।

হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা যায় রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে।

এছাড়াও ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তার ক্যারিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।

অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখার্জি, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top