বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


মুক্ত হলো ‘আকা’


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪

ছবি ‍সংগৃহিত

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিরিজ আকা, শুধুমাত্র হইচই-তে। রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্কের দোলাচল নিয়ে নির্মিত ৭ পর্বের এই সোশ্যাল থ্রিলার পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ গভীরভাবে ক্ষতবিক্ষত এক মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে ফিরেছে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও, তার অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। আবুল কালাম আজাদ বা আকা অর্থাৎ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো।

এই আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়। স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদ সেই ভুল ধারণাকে উপভোগ করতে থাকে। সামাজিক প্রশংসা আর অনলাইন উন্মাদনায় জড়িয়ে আজাদ ধীরে ধীরে হারাতে থাকে তার নৈতিক দিশা। সে ভাবতে থাকে, আসলে সঠিক আর ভুলের সীমারেখা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ স্বীকৃতির জন্য কতদূর যেতে পারে? আর যখন সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তার মূল্য কী?

সিরিজে মেঘা চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। দৃঢ়চেতা ও সাহসী এক নারী চরিত্রে নাবিলার এই অভিনয় তার ক্যারিয়ারের জন্যও নতুন সংযোজন। এছাড়াও রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ.কে.আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সমন্তি শৌমী, নিকিতা সাহা প্রমুখ।

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আকা। নতুন গল্প, ভিন্ন ঘরানা আর শক্তিশালী চরিত্রের উপস্থিতি সিরিজটিকে করেছে আরও প্রতীক্ষিত।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আকা আমার কাছে বিশেষ একটি কাজ। আমি সবসময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই এবং আকা তারই ফল। এবার দর্শকরা এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।’

আফরান নিশো যিনি প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন। বড় পর্দায় টানা সফল দুই সিনেমার পর ওটিটিতে নিশোর প্রত্যাবর্তন দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। নিশো বলেন, ‘আমার কাছে সবসময়ই গল্পটাই বড় কথা। আকা-র চরিত্র ও গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। ভিকি’র সাথে আবার কাজ করা সবসময়ই বিশেষ কিছু।’

গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দিপন। সম্পাদনা ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অর্ণব হাসনাত। মেক-আপ করেছেন জাহাঙ্গীর আলম অপু, কস্টিউম করেছেন আল্ভীরা তাসনিম ও আর্ট ডিরেকশন দিয়েছেন মো: রিংকু। এই সিরিজে ‘আমাকে নেবে না কেনো’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।

ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা আকা ন্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top