লোকজন আমাকে সন্দেহ করেছিল: শাকিব খান
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩০

ফেসবুকের ট্রেন্ড ‘দেন অ্যান্ড নাউ’-এ গা ভাসিয়েছেন শাকিব খান। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের ১১ বছর আগের ‘লাভ আজকাল’ ছবির ও সাম্প্রতিক একটি লুক। সঙ্গে করেছেন স্মৃতিচারণ।
আজ বুধবার পোস্টটিতে শাকিব লিখেছেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতনের প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।’
গেল ২৮ মে শাকিব পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২৮ বছর। এই পথচলায় ছিল উত্থান পতন। সেসব উল্লেখ করে অভিনেতা বলেন, ‘প্রতিটি ব্যর্থতা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। প্রতিটি পতন আমার দৃঢ়তাকে রূপ দিয়েছে। প্রতিটি জয় আমাকে মাটির কাছাকাছি থাকতে মনে করিয়ে দিয়েছে।’
মেগাস্টার আরও বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না যে কোথায় যাচ্ছি, কিন্তু আমি কখনও হাঁটা থামাইনি। সময় আমাকে পরীক্ষা করেছে। লোকজন আমাকে সন্দেহ করেছিল। কিন্তু আমি বিকশিত হওয়াকে বেছে নিয়েছি। যাত্রাটি নিখুঁত ছিল না, এটি ছিল শক্তিশালী। আমি এখনও গল্পটি লিখে চলেছি... একের পর এক অধ্যায়।’
কিং খানের ওই পোস্টে ভক্তরা করেছেন নানারকম মন্তব্য। কেউ জানিয়েছেন শুভকামনা। অনেকে জানিয়েছেন ভালোবাসা। কারও মতে, ‘শাকিব খান ২.০!’
শাকিব খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব। এরপর ঈদুল ফিতরের জন্য ‘প্রিন্স’ নামে আরেক ছবির শুটিংয়ে যোগ দেবেন পর্দার তুফান।
আপনার মূল্যবান মতামত দিন: