বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং!


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৯:২১

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২১:৫৯

ছবি সংগৃহীত

বলিউডের ঝলমলে ও এনার্জেটিক তারকা রণবীর সিং। একের পর এক বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়ের সক্ষমতার জানান দিয়েছেন তিনি।

তবে জীবনের এক সময় সিনেমার প্রতি অগাধ ভালোবাসার কারণেই বিপাকে পড়তে হয়েছিল এই তারকাকে। শাহরুখ খান ও মালাইকা অরোরার জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি।

ছোটবেলা থেকেই সিনেমাপাগল রণবীর। স্কুলে থাকাকালীন গান, নাচ, নাটক—সবকিছুতেই অংশ নিতেন তিনি। সে সময় মণিরত্নমের দিল সে ছবির আইকনিক গান ছাইয়া ছাইয়া-তে শাহরুখ–মালাইকার নাচ গোটা ভারতে হয়েছিল তুমুল জনপ্রিয়।

সেই গানই ক্লাসরুমে বসে শুনছিলেন কিশোর রণবীর। তবে শিক্ষক সেটা টের পেয়ে যান। হাতেনাতে ধরে ফেলতেই শাস্তি হিসেবে সোজা সাসপেনশন! বহু বছর পর যেই অভিজ্ঞতার গল্প শেয়ার করে অভিনেতা নিজেই হেসে ফেঁটে পড়েন।

রণবীর এক সাক্ষাৎকারে বলেন, “আমার বড় হয়ে ওঠা নয়ের দশকে। জন্ম ১৯৮৫ সালে। সিনেমা, গান, ফ্যাশন—সবকিছু আমাকে গড়ে তুলেছে। আমি আসলে ‘টিভি কা বাচ্চা’। যখন সবাই বাইরে খেলত, আমি বসে থাকতাম টিভির সামনে।” তাঁর প্রিয় ধারাবাহিকের মধ্যে ছিল জবান সাম্ভালকে ও দেখ ভাই দেখ।

২০১০ সালে ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডে অভিষেক করেন রণবীর সিং। আনুশকা শর্মার বিপরীতে অভিনীত এই ছবিই তাকে এনে দেয় প্রথম বড় সাফল্য। এরপর গালিয়োঁ কি রাসলীলা: রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, রকি অউর রানি কি প্রেমকাহানি—প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন রূপে দর্শককে চমক দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top