শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১১:১০

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১১:৪৫

ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। যার দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রী সানি লিওন ছিলেন প্রধান আকর্ষণ। আর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি-‘রাগিনী এমএমএস থ্রি’, যেখানে মূখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির নির্মাতা একতা কাপুর ইতোমধ্যেই নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

এর আগে ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় রাগিনী এমএমএস রিটার্নস। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

সূত্র আরও জানায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে ছবিতে এবারও থাকবে জমজমাট গান, যা দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top