সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


দাফন হচ্ছে পাকিস্তানি অভিনেত্রীর, দ্বায়িত্ব নিল সরকার!


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৮:৫৮

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১১:০৩

ছবি সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ গ্রহণে তার পরিবার অনীহা প্রকাশ করার একদিন পর, পাকিস্তানের সিন্ধু প্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দাফনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে।

তারা বলেছে, হুমায়রার শিল্প ও সংস্কৃতিতে অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সপ্তাহের শুরুতে করাচির ডিফেন্স এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে হুমায়রার প্রায় ৯ মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত ও ময়নাতদন্তে জানা যায়, তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে মারা যান এবং এতদিন তার মৃত্যু কারও নজরে আসেনি। বাড়ির মালিক ভাড়া না পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফ্ল্যাট খালি করতে গেলে মরদেহের খোঁজ মেলে।

সংবাদ ছড়িয়ে পড়ার পর জানা যায়, হুমায়রার বাবা-মা সহ পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান, দাবি করেন তারা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এই পরিস্থিতিতে যখন কিছু ব্যক্তি স্বেচ্ছায় মরদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন, তখন সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ এক চিঠির মাধ্যমে জানায়—প্রাদেশিক মন্ত্রীর নির্দেশে তারা মরদেহ দাফনের দায়িত্ব নিতে প্রস্তুত, এবং হুমায়রার প্রতি সম্মান রেখে সম্মানজনক ও মর্যাদার সাথে তার শেষকৃত্য সম্পন্ন করবে।

১০ জুলাই করাচি দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, “সংস্কৃতি, পর্যটন, প্রত্নতত্ত্ব ও আর্কাইভ বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া, আইনি উত্তরাধিকারীদের অসহযোগিতায় মরদেহ গ্রহণে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েও আমরা অত্যন্ত মর্মাহত।”

চিঠিতে আরও বলা হয়, দেশের শিল্প ও সংস্কৃতিতে তার অবদান বিবেচনায়, সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ মরদেহ দাফনের দায়িত্ব নিতে আগ্রহী, এবং মর্যাদার সাথে তা সম্পন্ন করতে চায়।

এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে—ব্যাপক জনরোষের পর হুমায়রার এক বোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার লাহোর থেকে করাচি এসে পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণের কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত মরদেহ পুলিশের হেফাজতেই রয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top