শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


দীপিকার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, সন্তানকে নিয়ে চিন্তিত স্বামী


প্রকাশিত:
১৭ মে ২০২৫ ১২:৪০

আপডেট:
১৭ মে ২০২৫ ১২:৪২

ছবি সংগৃহীত

কোলের সন্তান এখনও স্তন্যপান করেন। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। মাতৃত্ব নিয়ে যখন ব্যস্ত হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর, ঠিক সেই সময় তার জীবনে ঝড়!

অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। লিভার টিউমারে আক্রান্ত তিনি। ভক্তদের সেই দুঃসংবাদ জানালেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। এমন পরিস্থিতিতে ছেলে ও স্ত্রীকে নিয়ে চিন্তিত তিনি।

শোয়েব ইব্রাহিম বলেন, “দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনও সমস্যা হয়েছে। যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম, হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা। পারিবারিক চিকিৎসক আমার বাবারও চিকিৎসা করেন। তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। বেশ কয়েকটি রক্তপরীক্ষা করাতে বলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খান দীপিকা। সেই সময় তিনি সুস্থই ছিলেন। বাবার জন্মদিনের পর আবার পেটে ব্যথা শুরু হয়। এরইমধ্যে রক্ত পরীক্ষার রিপোর্টও চলে আসে। যখন বোঝা যায় শরীরে কিছু একটা সংক্রমণ হয়েছে।”

অভিনেত্রীর স্বামী শোয়ের আরও বলেন, “আবার চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক সিটি স্ক্যান করাতে বলেন। জানা যায় দীপিকা পেটের বাঁ দিকে একটি টিউমার হয়েছে। এটা টেনিস বলের মতো আকারের হয়ে গেছে, যা শুনে আমরা অবাক হয়ে যাই।”

বলে রাখা ভালো, এখনও বেশ কয়েকটি রিপোর্ট হাতে পাওয়া বাকি অভিনেত্রী। ওই রিপোর্টে আরও কোনও দুঃসংবাদ রয়েছে কিনা, তা ভেবেই চিন্তিত শোয়েব।

চিকিৎসক যদিও দীপিকাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবুও তাকে নিয়ে দুশ্চিন্তা কমছে না স্বামী শোয়েবের।

হিন্দি ছোট পর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের।

এনএইচ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top