সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পাক-ভারত যুদ্ধবিরতির মাঝে বিতর্কে জড়ালেন সালমান


প্রকাশিত:
১১ মে ২০২৫ ১৬:৪৮

আপডেট:
১২ মে ২০২৫ ১০:২৮

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর এবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। এ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন বলিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন ভাইজান সালমান খানও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন সালমান খান। নেটিজেনদের সমালোচনা কারণে বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি। পোস্ট দিয়ে ভাইজান লিখেছিলেন, যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

তার এক্স হ্যান্ডেলে করা পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘সবে ঘুম ভাঙলো?’ একের পর এক খোঁচায় প্রায় বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন।

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top