সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য, ছেলের প্রশংসায় অমিতাভ


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৫ ১০:৫৫

আপডেট:
৫ মে ২০২৫ ১৪:৩৪

ছবি সংগৃহীত

বচ্চন পরিবারের অন্দরমহলের খবর প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বরিয়া, বড় বড় তারকাদের নিয়ে গঠিত এই পরিবার হরহামেশাই সংবাদের শিরোনাম হয়।

সম্প্রতি অমিতাভ বচ্চনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তার ছেলে অভিষেক বচ্চনের কথা উঠে এসেছে। যেখানে বিগ বি প্রকাশ করেন, তিনি তার পুত্রের জন্য গর্বিত। এক অদ্ভুত কারণে, অমিতাভের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমনকি অভিষেকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে শেয়ার হচ্ছে। যেখানে তিনি নিজের অভিনয় প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ভিডিওটি দেখে সবাই অভিষেকের অবস্থা নিয়ে চিন্তা করতে বাধ্য।

‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য কঠোর পরিশ্রম করছেন জুনিয়র বচ্চন, যার ফলে তার চরিত্র অর্জুন সেনের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। তার এই দুঃখ-হাল দেখে ভক্তরা প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো?

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ছেলের পরিশ্রম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় অভিষেককে নিয়ে একটি পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘তোমার ডেডিকেশন অতুলনীয়, তুমি সত্যিই পরিশ্রমী অভিনেতা। তোমার প্রশংসা করতেই হয়।’

অভিনেতা আরও বলেন, ‘আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে, তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য।’

অভিষেকের এই অবিশ্বাস্য পরিশ্রম দেখে, তার ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তারা আশা করছেন, আগামীতে ভালো কিছু সিনেমা উপহার দিতে চলেছেন অভিষেক বচ্চন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top