মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


সাইফের হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৭:১৯

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৭:০১

ছবি সংগৃহীত

সাইফ আলী খানের হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদকে বাংলাদেশি বলে সন্দেহ ভারতীয় পলিশের। তবে অভিযুক্তর আইনজীবী পুলিশের দাবি উড়িয়ে দিয়েছেন। উল্টো তার দাবি, হামলাকারী মোটেই বাংলাদেশি নন, তিনি ভারতীয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শরিফুলকে ১৪ দিনের রিমান্ড দেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে আদালত মঞ্জুর করেন ৫ দিনের। এ সময় তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতে বলেন, “ছুরি দিয়ে সাইফের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুষ্কৃতীকারী। কীভাবে সে অভিনেতার বাড়িতে ঢুকল, হামলার কারণই বা কী, তা খতিয়ে দেখা দরকার। যেহেতু সে বাংলাদেশের নাগরিক তাই হামলার নেপথ্যে অন্য কোনো গুরুতর কারণও থাকতে পারে।”

এরপরই শরীফুলের আইনজীবী আদালতে বলেন, “ধৃত মোটেও বাংলাদেশি নাগরিক নয়। সে ভারতীয়। বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা। তার অতীতে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ডও নেই। সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে অযথা উত্তেজনা হচ্ছে। ধৃতকে বলির পাঁঠা করা হচ্ছে।”

অভিযুক্তকে ৫ দিনের রিমান্ড দেওয়ার পর আদালত বলেন, “আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে। সবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলেই মনে করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ষড়যন্ত্রে হামলার ছকের সম্ভাবনাও থেকে থাকতে পারে। তা না হলেও হামলার নেপথ্যের অন্য কী কারণ রয়েছে, জানার জন্য তদন্তকারীদের কিছুটা সময় দেওয়া প্রয়োজন। সে কারণে ধৃতকে আরও জেরা করা দরকার। তাই তাকে ৫ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।”

গেল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেন শরীফুল। সাইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top