মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মেয়ের অদেখা ছবি শেয়ার করলেন রাজ-শুভশ্রী


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪ ১৭:৪২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২২:০৪

ফাইল ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের পাশাপাশি সংসারও দক্ষ হাতে সামলাচ্ছেন। এদিকে এক বছরে পা দিলো এ তারকা দম্পতির মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে ঘর আলোকিত করে আসে মেয়ে ইয়ালিনি।

মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের অদেখা ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন। হাসপাতালের বিছানা থেকে দিন কয়েক আগের ছবি পর্যন্ত রয়েছে তাতে।

প্রথম ছবিতেই হাসপাতালের বিছানায় সদ্যোজাত ইয়ালিনি তখন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এরপর কখনও ইয়ালিনিকে বুকে জড়িয়ে মা, কখনও বোনের পাশে কড়া নজর রেখে দাদা ইউভান কখনও বাবার আদুরে কন্যা।

একগুচ্ছ ছবির সিরিজে যেন ধীরে ধীরে বেড়ে উঠছে তারকা কন্যা। ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘আমার সুন্দরী কন্যাকে শুভ জন্মদিন’। তার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মৌনী রায়, লহমা ভট্টাচার্য, সোহিনী সরকার, আকৃতি কক্কর।

মেয়ের জন্মদিনে মিষ্টি পোস্ট করেছেন রাজ চক্রবর্তীও। সেখানে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে মেয়েকে জড়িয়ে রাজ। পরের ছবিতে অবাক হয়ে সে বাবার দিকে তাকিয়ে আছে। তারপরেই হাসপাতালে মেয়েকে কোলে নিয়ে আছে বাবা।

হাসপাতালে ইয়ালিনির জন্মের পর গোটা পরিবারের সঙ্গে ছবিই তোলা হয়েছিল, যেগুলো আজ শেয়ার করলেন রাজ। ক্যাপশনে পরিচালক লেখেন, ‘শুভ জন্মদিন আমার সম্পদ।’ সেখানেও শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top