বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


নির্বাচন করবেন অক্ষয়!


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪ ১৯:০৮

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০৯:১৪

ফাইল ছবি

একের পর এক ফ্লপ সিনেমায় নাজেহাল অক্ষয় কুমারের ক্যারিয়ার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছেন না। এরমধ্যে নিলেন নতুন সিদ্ধান্ত। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পড়বেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক অত্যন্ত মধুর। মোদির ইচ্ছাতেই বিজেপি অক্ষয়কে চাঁদনি চক থেকে প্রার্থী করার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর। অক্ষয়ের জন্ম ও বেড়ে ওঠা চাঁদনি চক এলাকাতেই।

কানাডার নাগরিকত্ব থাকলেও অক্ষয় কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত বছর স্বাধীনতা দিবসের দিন অক্ষয় নিজেই জানিয়েছিলেন, তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় আইন অনুযায়ী তার কানাডার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। অক্ষয়কে দিল্লি থেকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি।

অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন রানিগঞ্জ। ১৯৮৯ সালে ভারতের রানিগঞ্জের কয়লাখনির একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয় এ ছবি। এতে অক্ষয়কে দেখা গেছে যশবন্ত সিংয়ে ভূমিকায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top