অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর হাসপাতালে
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১২:৩১
আপডেট:
২৯ আগস্ট ২০২৫ ১৫:১৮

ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে তার।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। চিকিৎসক জানিয়েছেন, ‘তাকে আপাতত পর্যবেক্ষণে থাকতে হবে। ১২ ঘণ্টা পর বলা যাবে কবে বা কখন তিনি বাসায় ফিরতে পারবেন। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’
এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।
ঊর্মিলা শোবিজে পা রাখেন ২০০৯ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর থেকেই শুরু করেন অভিনয়।
সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জোরে অল্প সময়েই অর্জন করেন জনপ্রিয়তা। ব্যস্ত হয়ে পড়েন নাটকের কাজে। সাংগঠনিকভাবেও দক্ষ এই অভিনেত্রী। দায়িত্ব পালন করছেন অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের।
আপনার মূল্যবান মতামত দিন: