বিয়ে ছাড়াই মা হতে চান সামান্থা
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩ ০৯:১৮
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০৪:৪৯

দক্ষিণি সিনেমার সুপারস্টার বলে খ্যাত সামান্থা রুথ প্রভু বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। কখনও অসুস্থতার খবরে, আবার কখনও লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে। সব খবরই ভেসে গেল নতুন এক সংবাদে। বিয়ে ছাড়াই মা হতে চান সামান্থা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। দ্রুত তার বিয়ে করা প্রয়োজন। কারণ সময় যত যাবে, তার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন।
কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এসময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন। তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সন্তান দত্তক নিয়ে। তিনি দুটি সন্তান দত্তক নিতে চান।
২০১৭ সালে সামান্থা প্রথমবার গাঁটছড়া বাঁধেন দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে। অনুরাগীরাও বেশ ভালোভাবে গ্রহণ করেছিলেন এই দম্পতিকে। তবে দাম্পত্যজীবন দীর্ঘ করেননি নাগা-সামান্থা। ২০২১ সালে ঘর ভেঙে যায় তাদের। তারপর থেকে একাই আছেন অভিনেত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: