কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিনেতার
প্রকাশিত:
১৪ জুন ২০২৩ ২৩:০৩
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৫:৩০

প্রেমিকার সঙ্গে ঝামেলার জেরে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন ভারতীয় কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভে এসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। যদিও তখনই পুলিশে খবর দেন অভিনেতার বন্ধুরা। পুলিশ এসে উদ্ধার করে অভিনেতাকে।
তীর্থানন্দ ফেসবুক লাইভে এসে দাবি করেন, গত অক্টোবর মাস থেকে এক নারীর সঙ্গে একত্রবাস করছিলেন। তিনি নাকি প্রতিনিয়ত তাকে ব্ল্যাকমেল করছেন। এই নারীর কারণেই নাকি প্রায় ৩-৪ লাখ টাকার দেনা করতে হয়েছে তাকে। নিজের এই অবস্থার জন্য প্রেমিকাকেই দায়ী করেন অভিনেতা।
যদিও তীর্থানন্দের বিরুদ্ধেও ভাইন্দর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই নারী। কী কারণে অভিযোগ করেন তা অবশ্য জানা যায়নি।
এবারই প্রথম নয়, এর আগেও ২০২১ সালে একবার আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। এই প্রসঙ্গে অভিনেতা জানান, গত দুই বছর ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে তিনি। হাতে কোনো কাজ নেই। এমন দিন গিয়েছে যে খাবারও জোটেনি। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেন অভিনেতা।
উল্লেখ্য, ‘কমেডি সার্কাস কে আজুবে’তে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সঙ্গে তীর্থানন্দ রাওকে দেখা গিয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: