শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


কার সঙ্গে প্রথম বিয়ে— কী জবাব দিলেন ঐশ্বরিয়া


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩ ১৭:১৪

আপডেট:
১০ মে ২০২৫ ১৮:১৬

 ফাইল ছবি

বলিউডে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে জল্পনা কম ছিল না। তবুও এই বিশ্ব সুন্দরীর মনে জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন।

গুরু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। এই জুটির তখনো বিয়ে হয়নি। গুরুর সেটে তাদের প্রেমপর্ব তুঙ্গে। মাঝে মধ্যেই সেটে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যেত।

ছবির সেট থেকেই ছড়িয়ে পড়েছিল তাদের প্রেম কাহিনী। বিদেশে গিয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিষেক বচ্চন। যাতে সম্মতি দেন ঐশ্বরিয়া। তারপরই বাজে বিয়ের সানাই।

তবে প্রথম বিয়ে কি তিনি অভিষেককেই করেছিলেন? শোনা গিয়েছিল, তিনি বিয়ে করেছিলেন গাছকে। এই প্রশ্ন বারবার শুনতে হয়েছে ঐশ্বরিয়াকে।

বিরক্ত হয়ে তিনি একবার বিষয়টি নিয়ে মুখ খোলেন। জানান, তিনি বিদেশ সফরে গিয়েও এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। যদিও এই প্রশ্ন অপ্রয়োজনীয়। এমন কিছু হয়নি বলে দাবি করেন তিনি।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি ভেবেছিলাম, এটা সত্যি অপ্রয়োজনীয়। একটা সময়ের পর বচ্চন পরিবারও স্থির করেছিল এ নিয়ে মুখ খুলবে।

যদিও ঐশ্বরিয়া-অভিষেক বলিউডের অন্যতম জুটি, এই সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা এখনো বর্তমান। কখনো উঠে আসে সম্পর্ক ভাঙনের খবর। কখনো আবার সামনে আসে রোমান্সের রসায়ন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top