বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


হাড় কাঁপানো ঠাণ্ডায় কাকে জড়িয়ে ধরলেন আলিয়া


প্রকাশিত:
৭ মার্চ ২০২৩ ০০:১০

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৮:০১

ফাইল ছবি

আশপাশে শুধুই বরফের স্তূপ। শীতল আবহায়ায় রকমারি ফুলের বাহার। ঠান্ডা যতই থাকুক, পরিবেশটা যে বসন্ত! এমন পরিবেশে রোম্যান্টিক হতে কারই না মন চায়? আলিয়া ভাটেরও সেই অবস্থা। নিজেকে সাজিয়েছেন পেস্তা সবুজ শিফনে ও লেসের ব্রা কাট ব্লাউজে। হঠাৎ শীতে কেঁপে উঠে সঙ্গে সঙ্গে উষ্ণতার খোঁজে জড়িয়ে ধরেছেন রণবীরকে। তবে আলিয়া রণবীর কাপুরকে নয়, জড়িয়ে ধরেছেন রণবীর সিংকে!

ইতোমধ্যে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। যা দেখে নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন, স্ত্রী দীপিকা পাড়ুকোন অস্কার ২০২৩-এর অনুষ্ঠানে রওনা দিয়েছেন। সেই ফাঁকে পরকীয়ায় মজেছেন রণবীর! আবার কেউ বলছেন, রণবীর কাপুরও ব্যস্ত তার পরের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রচারে।

শনিবার (৪ মার্চ) ফাঁস হয়েছে আসল ঘটনা। করণ জোহরের নতুন সিনেমা ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের একটি ছবি সেটি।

সেখানে গাঢ় কাজল আর নথে সেজেছেন আলিয়া। এ সিনেমাতে নায়ক-নায়িকা দুইজনেই গুলমার্গে মাইনাস ডিগ্রি তাপমাত্রায় ক্যামেরাবন্দি হয়েছেন। চলছে সিনেমার তোরজোড় প্রস্তুতি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top