বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


জবিতে প্রথমবারের ইসলামিক ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির পরিচালনায় প্রথমবারের মতো ইসলামিক ক্যালিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ইসলামিক ক্যালিওগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

এছাড়াও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, আর্ট অ্যান্ড থ্রি ডি বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ বছরই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা (কেরাত, নাতে রাসুল (সা.), রচনা প্রতিযোগিতা ও ইসলামিক ক্যালিওগ্রাফি হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top