মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


ডাকসু নির্বাচন

নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতা পরিচয় দিয়েছে: আবিদুল


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবিদুল আরও বলেন, আমরা দেখেছি অমর একুশে হলে যে ঘটনা ঘটেছে তার এগেনেইস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে অবাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও রোকেয়া হলসহ বিভিন্ন হলে তিনি কারচুপির অভিযোগ পেয়েছেন। সাংবাদিকদের সেগুলো যাচাইবাছাই করতে বলেন ছাত্রদল প্যানেলের এই (ভিপি) পদপ্রার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top