শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২


দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ ৮ সেপ্টেম্বর


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১

ছবি ‍সংগৃহিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেবুলেশনশিট আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। এরইমধ্যে বোর্ডের ৮টি আঞ্চলিক কার্যালয়ে এসব কাগজপত্র পাঠানো হয়েছে এবং ঢাকা অঞ্চলের মাদ্রাসাগুলো বোর্ডের পরীক্ষা (দাখিল) শাখা থেকে সরাসরি সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও শরীয়তপুরের মাদ্রাসাগুলো আগামী ৮ সেপ্টেম্বর, ফরিদপুর, গাজীপুর ও নরসিংদীর মাদ্রাসাগুলোও একই দিন এবং রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জের মাদ্রাসাগুলো ৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে পারবে।

আর ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং রংপুর অঞ্চলের মাদ্রাসাগুলো আঞ্চলিক কার্যকলয় থেকে ৯ ও ১০ সেপ্টেম্বর একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশীট সংগ্রহ করতে পারবে।

তবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশিট গ্রহণের জন্য মাদ্রাসা প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি বোর্ডের পরীক্ষা শাখায় উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের জন্য তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর আবশ্যক করা হয়েছে। একইসঙ্গে আঞ্চলিক কার্যালয় থেকেও একই নিয়ম অনুসরণ করতে হবে। অন্যথায় কোনো কাগজ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top