ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১২:২২
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ২৩:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিধিমালা অনুযায়ী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তারপরও হলগুলোতে প্রার্থীরা গ্রুপ করে প্রতিটি রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের পক্ষে ভোট চাচ্ছেন।
এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ আগস্ট পর্যন্ত কেউ হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। বিধিনিষেধ অমান্য করে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসাবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিষেধ থাকা সত্ত্বেও প্রচারণা চালানোর সময় এক প্রার্থীর সাথে কথা হয় ঢাকা মেইলের। তিনি বলেন, সবাই তো নিজের মতো করে প্রচারণা চালাচ্ছে, তাই আমরাও চালাচ্ছি। বিধিনিষেধ ওগুলো তো খাতা-কলমে থাকে। বাস্তবে সবাই নিজের মতো করে প্রচারণা চালায়।
আরেকজন প্রার্থী বলেন, আইন অমান্য করে ভোট চাইতে নয়, দোয়া চাইতে এসেছি। আইনের তো অনেক ফাঁকফোকর আছে। ওই ফাঁকফোকর ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে আরেকটি নোটিশ পাঠাচ্ছি। কোনো প্রার্থী নির্বাচনি বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: