শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


জকসু নীতিমালা জমা হবে শুক্রবার, বিশেষ সিন্ডিকেট আগামী সপ্তাহে


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৯:০০

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১০:৪১

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জকসু) আইন অনুযায়ী সংশোধিত নীতিমালা আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে নীতিমালা প্রণয়ন কমিটি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিমালাটি হাতে পাওয়ার পর আগামী সপ্তাহে একটি বিশেষ সিন্ডিকেট সভা আয়োজন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউজিসির সঙ্গে বৈঠক শেষে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

উপাচার্য বলেন, ইউজিসি আমাদের নিশ্চিত করেছে যে আগামীকাল জকসুর সংশোধিত নীতিমালাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে কমিটি। একই সঙ্গে আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে নীতিমালার চূড়ান্ত খসড়া ইউজিসির কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ইউজিসির মাধ্যমে নীতিমালাটি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে নীতিমালাটি বিধি আকারে অনুমোদিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সেদিনই আমরা জকসুর রোডম্যাপ ঘোষণা করব ইনশাআল্লাহ। বিধি হাতে না পাওয়া পর্যন্ত প্রস্তুত থাকা সত্ত্বেও রোডম্যাপ ঘোষণা করা যাচ্ছে না।

এদিকে, জকসুর দাবিতে গত দুই দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে জকসু বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত নীতিমালা গত ৭ মে বিশেষ সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে, শিক্ষার্থীদের মতামত সংযুক্ত করার সুপারিশ করেন সিন্ডিকেট সদস্যরা। ফলে নীতিমালাটি অনুমোদনের প্রক্রিয়ায় স্থগিত থাকে। পরে সেই সভাতেই শিক্ষার্থীদের মতামত বিবেচনা করে ১০ কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়।

তবে শিক্ষার্থীদের মতামত সংগ্রহে তিন মাস পেরিয়ে গেলেও নীতিমালা জমা দিতে পারেনি কমিটি। অবশেষে সংশোধন কার্যক্রম সম্পন্ন করে আগামীকাল নীতিমালাটি প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিটি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top