ব্লক মার্কেটে ২০ কোটি টাকা লেনদেন
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২০
আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) মোট ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে আরও ২০ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইর ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন মোট ৩২ লাখ ৪১ হাজার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ১৫ লাখ টাকা।
ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২ লাখ ৮৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ২ লাখ টাকা। মূল মার্কেটে কোম্পানিটির প্রতিটি শেয়ার আজ ২৯৮ টাকা থেকে ৩০২ টাকা ৫০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। তবে ব্লক মার্কেটে এর চেয়ে কম মূল্যে, মাত্র ২৮৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই কোম্পানির মোট ২ লাখ ৭৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮১ লাখ টাকা। মূল মার্কেটে কোম্পানির প্রতিটি শেয়ার ১৫১ টাকা ৪০ পয়সা থেকে ১৬৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৩৮ টাকা থেকে ১৫৫ টাকায়।
ব্লক মার্কেটে ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
এ ছাড়া, বড় অঙ্কের লেনদেনগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের প্রায় ১ কোটি টাকা, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৭৭ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ৫৭ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: