ট্রেড লাইসেন্স নবায়ন ও গ্রহণে কিউআর কোড বাধ্যতামূলক করা হবে: গভর্নর
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৫
আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬

দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়ানো উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক-এ কথা জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরইমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আন্তঃ ব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় গভর্নর বলেন, লেনদেনের অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পরও এখনও প্রতিবছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে ব্যাংকিংখাতে। নগদ অর্থ ব্যবস্থাপনায় বড় অংকের খরচ করতে হচ্ছে। তবে এটা কমিয়ে আনতে কাজ করছে সরকার।
বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন সেবা এমন পর্যায় নিয়ে যেতে চায় যেখানে রিকশাওয়ালা থেকে ক্ষুদ্র দোকানীও বাদ যাবে না বলে মন্তব্য করেন তিনি।
গভর্নর আরও বলেন, ডিজিটাল লেনদেনে কমে আসবে দুর্নীতিও। আর ডিজিটাল প্ল্যাটফর্মে সমন্বিত লেনদেন প্রক্রিয়া চালু হলে কমে আসবে অর্থ অপচয়, কমবে ভোগান্তির ও দুর্নীতির পরিমাণ।
আপনার মূল্যবান মতামত দিন: