মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


আইএমএফ ঋণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, ২ বিলিয়ন আনতেই ‘জান বের হয়ে যায়’


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৮

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক থেকে দুই বিলিয়ন ডলার আনতে ‘জান বের হয়ে যায়’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে 'নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ' সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বেশি হয়। তিনি জানান, দুর্যোগ মোকাবিলার জন্য বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার এবং ভবিষ্যতে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা করা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আসে। স্থানীয় মানুষ নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে, যা একটি ভালো দিক। তিনি বলেন, যদি কেউ ঢাকার ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করে, তবে তা হবে না।

তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে এবং মানুষকে সতর্ক করতে আহ্বান জানান। তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন যে, সেখানকার ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন এবং বাংলাদেশেরও সচেতন হওয়া প্রয়োজন। দুর্যোগ সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা উচিত।

এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদেরও বক্তব্য রাখেন। এই খবরটি জাগোনিউজ থেকে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top