মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নাইজেরিয়ার অর্থনৈতিক সংস্কার দরিদ্রদের জন্য সহায়ক নয়: আইএমএফ


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫ ১৭:৪৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১০:৩৩

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শুক্রবার বলেছে, নাইজেরীয় সরকারের কঠোর অর্থনৈতিক সংস্কারের প্রায় দুই বছর পরও দেশের নাগরিকরা এখনও কোনো সুবিধা পায়নি।

২০২৩ সালের মে মাসে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু কঠোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচি শুরু করেন। যা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশের জনগণের আর্থিক অবস্থা ঠিক করার জন্য প্রয়োজনীয় বলে জানিয়েছিল সে দেশের সরকার এবং আইএমএফ।

লাগোস থেকে এএফপি এ কথা জানিয়েছে।

কিন্তু এই পদক্ষেপগুলো সাধারণ নাইজেরিয়ানদের জীবন-যাত্রার মানোন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি।

নাইজেরিয়ার আইএমএফ মিশন প্রধান অ্যাক্সেল শিমেলফেনিগ এক বিবৃতিতে বলেছেন, সরকার অর্থনীতি স্থিতিশীল, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং প্রবৃদ্ধি জোরদারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

তিনি দেশের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই সপ্তাহ ধরে নিয়মিত আলোচনার পর বলেন, কিন্তু এই এসব পদক্ষেপগুলো এখনো সমস্ত নাইজেরিয়ানদের কল্যাণ বয়ে আনতে পারেনি কারণ, দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তাহীনতা এখনো চরম ঝুঁকিতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top