বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিপিএলে ভেন্যু বাড়ানোর চেষ্টায় নামল বিসিবি, সম্ভাব্য মাঠ কোনটি


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ১৩:০২

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ২০:০৮

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে গত মাসে যোগ দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর গত বৃহস্পতিবার তিনি একটি বোর্ড সভাও করেছেন। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন করে বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়েও কাজ শুরু করেছে বিসিবি।

বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মনোনীত করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর বিপিএলের ভেন্যু বাড়ানোর বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। সবশেষ কয়েকটি আসরে তিন ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। এবার চার নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভেন্যু বাড়ানো প্রসঙ্গে ঢাকা পোস্টকে বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘নতুন একটি ভেন্যু বাড়ানোর জন্য জোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী কিংবা বরিশালের মাঠের নাম রয়েছে। এখন মাঠের উন্নতির ওপর নির্ভর করবে আসলে। দেখা যাক কি হয়। তবে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।’

এদিকে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে থাকছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সবশেষ আসরটি বড় আশা নিয়ে শুরু হলে, পারিশ্রমিক বকেয়া রাখা এবং সন্দেহজনক পারফরম্যান্সের মতো কিছু বিষয় জল ঢেলেছে তাতে। আগামী বিপিএল বিতর্কমুক্ত আয়োজনেরও চ্যালেঞ্জ থাকছে বিসিবির ওপর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top