যাত্রাবাড়ী আড়তে যুবক খুন
কাউন্সিলর মো. মাসুম মোল্লাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩ ০৩:৩৬
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২৩:২৪

যাত্রাবাড়ী আড়তে চাঁদাবাজি নিয়ে ঢাকা জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ‘লাইনম্যান’ ইমরান হোসেন (৩৫) খুনের ঘটনায় যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম মোল্লাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে নিহত ইমরান হোসেনের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এই মামলা করেন।
মামলার এজাহারে নিহতের স্ত্রী উল্লেখ করেন, তার স্বামী ইমরান পেশায় একজন পিকআপ শ্রমিক। পাশাপাশি কাঁচা বাজারে পিকআপ-ট্রাকের কুলি মজুরি আদায় করতেন। গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ইমরান কাজের উদ্দেশ্যে যাত্রাবাড়ী কাঁচা বাজারে যায়। পরে রাতে সাড়ে ১১টার দিকে পপি জানতে পারেন, টোল আদায়ের বিষয়কে কেন্দ্র করে তার স্বামী খুন হয়েছেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম বুধবার এসব তথ্য জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: