উত্তরাতে ডাকাতচক্রের তিন সদস্য গ্রেফতার
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০৫:০৮
আপডেট:
৬ মে ২০২৫ ০৫:২৬

পুলিশ রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ডাকাতচক্রের হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতাররা মহাসড়কে ডাকাতি করতেন। তারা গ্যারেজ থেকে গাড়িভাড়া করে প্রবাসীদের টার্গেট করতেন। যে প্রবাসী একা কিংবা শুধু নারী আসেন, তাদের যাত্রী হিসেবে গাড়িতে তোলেন। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নেন।
গ্রেফতাররা হলেন- সালাম মাতবর (৫৩), মো. ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম প্রকাশ (২৪)। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার সালাম এ ডাকাতদলের হোতা। তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। এসব মামলায় জেলে থাকার সময়ই বাকিদের সঙ্গে তার পরিচয়। তখনই তাদের নিয়ে এ ডাকাতদল গঠন করেন সালাম।
ওসি আরও বলেন, তারা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়িভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন। যেসব প্রবাসী একা আসেন কিংবা শুধু নারী থাকে, তাদের যাত্রী হিসেবে গাড়িতে তোলেন। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, ডাকাতচক্রের সদস্যরা রাতে মহাসড়কে অবস্থান করেন। এরপর প্রাইভেটকার বা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নেন। গত মঙ্গলবারও এমন ডাকাতির প্রস্তুতি নিতে উত্তরা ৩ নম্বর সেক্টরে আসেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সালামসহ তিনজনকে গ্রেফতার করে।
বাকি দুজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মোহসীন।
আপনার মূল্যবান মতামত দিন: