রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭
আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি সিগন্যাল এলাকায় একটি ট্রাকের চাপায় রাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী আব্দুল কাইয়ুম জানান, সকালে বিজয় সরণি সিগন্যাল এলাকায় রাকিব বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।
নিহতের বোন মারিয়া জানান, রাকিব তিব্বত কোম্পানিতে চাকরি করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ফার্মগেটের বাসা থেকে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর পোস্ট পাটারি বাড়ি। রাকিব আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: