বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


৪ ঘণ্টা পর সড়ক থেকে সরলো গার্মেন্টস শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৫

ছবি সংগৃহীত

বেতন-ভাতার দাবিতে কুড়িল সড়কে অবস্থান করেছিল ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের কর্মীরা। দিনভর ভোগান্তি শেষে চার ঘণ্টা পর পুলিশের অনুরোধে সড়কটি ছেড়ে দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এখন যান চলাচল স্বাভাবিক।

ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেইজে রাস্তা অবরোধকারী পোশাক কর্মীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী। এতে করে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানজট ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার শফিকুর রহমান জানান, দুপুর ১২ টার দিকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এতে করে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে চলাচলকারী যানবাহন সব আটকে গেছে সড়কে। ভোগান্তিতে পড়ে মানুষ। বিকেলে অনেক বুঝিয়ে ইউরোজোন ফ্যাশনসের ভেতরে গার্মেন্টসের কর্মীদের নেয়া হয়।

শ্রমিকদের দাবি-দাওয়া সম্পর্কে তিনি বলেন, গার্মেন্টসটি যথাসম্ভব বন্ধ হয়ে যাচ্ছে। মালিকপক্ষ শ্রমিকদের বেতন ভাতা ও বকেয়া ধাপে ধাপে পরিশোধ করতে চেয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানেনি। যে কারণে আজকে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। বিকেল ৪ টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে গার্মেন্টসের ভেতরে অবস্থান নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top