রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১১:৫০

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ০৯:১৭

ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

শাহাবুল রংপুরের পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতের দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুলের ভাই শামীম জানান, গতকাল রাত সাড়ে ৩টার দিকে ট্রাকে মাল নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গাড়ি বন্ধ হয়ে যায়। পরে শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাওয়ার সময় অজ্ঞত গাড়ির ধাক্কায় আহত হয়। বিষয়টি আমাদের জানালে আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএন /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top