রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেফতার ২


প্রকাশিত:
২ জুন ২০২৫ ১৫:০০

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৭:১১

ছবি সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে পৃথক জায়গা থেকে এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার রাজধানীর কল্যাণপুর ও মিরপুর সনি সিনেমা হল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মিরপুর সনি সিনেমা হল এলাকার চিহ্নিত চাঁদাবাজ বাবুল ওরফে ইটা বাবুল (বিএনপির বহিষ্কৃত নেতা) ও ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী তরিকুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান, কল্যাণপুর পোড়া বস্তিতে চাঁদাবাজির অভয়ারণ্য বানিয়েছেন তরিকুল। মুক্তিযোদ্ধার ঘর দখলসহ বিভিন্ন স্পট থেকে প্রতিনিয়ত চাঁদা তুলতেন তিনি। এছাড়া গোপন এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা নিচ্ছেন তরিকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, জামায়াত কর্মীর রিক্সার গ্যারেজ দখল করতে তরিকুলের নির্দেশে ভাঙচুর চালাচ্ছেন মহসিন।

সনি সিনেমা হল এলাকা ইটা বাবুল বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এছাড়া বড় ব্যবসায়ীসহ কাউকে পেলেই ইটা বাবুলসহ তার একটি গ্রুপ আওয়ামী দোসর ট্যাগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেন।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত চাঁদাবাজ। তাদেরকে আদালতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top