সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৫ ১১:০৪

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০৮:৩৯

ফাইল ছবি

দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পরেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে মেট্রো ট্রেনে আটকে থাকা ভোক্তভোগীদের মধ্যে এনামুল হক মেহেদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ১০টা ৬ মিনিটে লিখেছেন, ‘সামনের স্টেশনে কি কোনো সমস্যা হয়েছে? উত্তরা উত্তরে প্রায় ১৫ মিনিট যাবত দাঁড়িয়ে।’

আদিব আহনাফ ১০টা ৫ মিনিটে লিখেছেন, ‘কোনো সমস্যা হয়েছে কি? ১৫ মিনিটেরও বেশি সময় মিরপুর-১১ তে দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন আসছে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top