যাত্রাবাড়ী থেকে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশিত:
২৯ মে ২০২৩ ২১:১৩
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০০:২৯

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল আলিম ও মো. নাছির উদ্দিন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ মে) ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।
তিনি জানান, রোববার রাতে দক্ষিণ যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর জোনাল টিম। তাদেরকে বহনকারী পিকআপ তল্লাশি করে গাড়ির পেছনের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বারে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে ঢাকায় এনে বিক্রি করতেন। ঘটনার দিন তারা পিকআপে করে গাঁজা নিয়ে বিক্রির জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: