মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ: নাসির উদ্দিন নাসির


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৪:১৭

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ০১:৫৮

ছবি সংগৃহীত

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

নাসির উদ্দিন নাসির বলেন, গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠছে, তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।

নাজিম মাহমুদের গ্রেপ্তারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয়, তা কখনই শুভ হতে পারে না।

তিনি দাবি করেন, সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও, বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন। আমরা তাদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top