বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ
 প্রকাশিত: 
 ১৬ এপ্রিল ২০২৫ ১২:৫৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০০
                                বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৬৯ কোটি টাকা (প্রতি ইউরো ১৩৭.৮৪ টাকা ধরে)। ইইউর দেওয়া এই অর্থে নিরাপদ অভিবাসন পরিষেবা সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং ঝুঁকিপূর্ণ প্রত্যাবর্তনকারীদের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) ইআরডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো চুক্তিতে স্বাক্ষর করেন।
‘স্ট্রেনদেনিং সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনটেগ্রেশন’ প্রকল্পের আওতায় অনুদান দেবে ইইউ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মধ্যে অনুদান চুক্তিসই হয়েছে।
চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের তহবিল সহায়তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে অবদান রাখবে। প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ও পুনঃএকত্রীকরণ সম্পর্কিত উদ্যোগগুলোকে শক্তিশালী করবে।
প্রকল্পের উদ্দেশ্য হল বাংলাদেশের অভিবাসন এবং পুনঃএকত্রীকরণ পরিষেবাগুলিকে শক্তিশালী করা যা নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন অনুশীলনে সহায়ক হবে। অভিবাসী এবং প্রত্যাবর্তনকারীদের টেকসই পুনঃএকত্রীকরণ নিশ্চিত করা হবে।
প্রকল্পটির লক্ষ্য দুটি প্রধান ফলাফলের মাধ্যমে এটি অর্জন করা হবে। বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে, আইওএম-এর পুনঃএকত্রীকরণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এবং দশকের পর দশক ধরে সবার সুবিধার্থে অভিবাসন শাসনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছে। মানবিক ও সুশৃঙ্খল অভিবাসন প্রচারকারী শীর্ষস্থানীয় আন্তঃসরকারি সংস্থা হিসেবে, আইওএম ২০৩০ সালের অ্যাজেন্ডা এবং গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনে কাজ করে। এই প্রকল্পটি বিশ্বব্যাপী, আঞ্চলিক এবং জাতীয় উন্নয়ন কাঠামো এবং অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিবাসনে কাজ করে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: