শোভাযাত্রায় ১৮ হরিয়ানা ঘোড়া নিয়ে ডিএমপির অশ্বারোহী দল
 প্রকাশিত: 
 ১৪ এপ্রিল ২০২৫ ০৭:৪৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১০:৫৭
                                ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অশ্বারোহী দল অংশ নিয়েছে। এতে তারা ১৮টি হরিয়ানা ঘোড়া নিয়ে এসেছেন। সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরু থেকেই তারা একেবারেই সামনের সারিতে অংশ নেন।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হচ্ছে।
অশ্বারোহী দলের সংশ্লিষ্টরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়েছে। সুঠাম দেহের এসব ঘোড়া আনন্দ শোভাযাত্রার সামনে হাঁটছে। একইসঙ্গে সাজানো হয়েছে রঙিন কাপড় দিয়ে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা অংশ নিয়েছেন হাজারো জনতা।
চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: