১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার
 প্রকাশিত: 
 ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৩৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০১
                                বিগত আওয়ামী লীগ সরকারের নির্ধারিত ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বাতিল হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলো মধ্যে সরকারি ৫টি।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি জানিয়েছেন।
সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো : সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর), ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো : গার্মেন্টস শিল্প পার্ক বিজিএমইএ (মুন্সিগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) ও সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: